হাদিসের দর্পণে একালের চিত্র

হাদিসের দর্পনে একালের চিত্র

লেখক : মাওলানা ইউসুফ লুধিয়ানবি
প্রকাশনী : শব্দতরু
বিষয় : ইসলামি বিবিধ বই
পৃষ্ঠা সংখ্যাঃ ৯৬
সাইজঃ ২৭ এম বি
সংস্করণ : 1st Published, 2019

বইটি কেন পড়বেন?

১. কেয়ামত কবে হবে তা নির্দিষ্টভাবে বলা কঠিন কিন্তু এই বইটিকে প্রামাণ্য দলিল হিসেবে বিবেচনা করলে তা অতি সন্নিকটেই। আল্লাহ-ই ভালো জানেন কেয়ামত কবে হবে। এই বইটি আমাদের কেয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনা-ফ্যাসাদ থেকে বেঁচে থাকতে সাহায্য করবে।
২. ক্রমবর্ধমান বৈশ্বিক ফিতনার গড্ডলিকা প্রবাহে না ভাসিয়ে আল্লাহ’র পথে চলতে সাহায্য করবে।
৩. বর্তমান এই ফিতনার যুগে সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণে এই বইটি মাইলফলক হিসেবে কাজ করবে।
৪. সর্বোপরি, নিজে সচেতন হওয়া এবং অন্য ভাইকে সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যে নির্ভরযোগ্য বই হিসেবে একে রেফার করতে সাহায্য করবে।

আমাদের সোশ্যাল লিংক

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *