খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহঃ
![Abdullah Jahangir-Salafi-madbor](https://i0.wp.com/salafibd.com/wp-content/uploads/2023/02/Abdullah-Jahangir-Salafi-Quranerpoth-madbor.png?fit=480%2C337&ssl=1)
খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহঃ
একজন বাংলাদেশি ইসলামি ব্যক্তিত্ব, অধ্যাপক, গবেষক, লেখক, টিভি আলোচক ও অনুবাদক ছিলেন। তিনি ইসলামিক টিভি, এনটিভি, পিস টিভি, এটিএন বাংলা, চ্যানেল নাইন ইত্যাদি টিভি চ্যানেলে ও অন্যান্য বিভিন্ন গণমাধ্যমে ইসলামের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতেন। এবং আইটিভি ইউএস (মার্কিন ইসলামি টেলিভিশন চ্যানেল)-এর উপদেষ্টা ছিলেন। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস ও ইসলামি শিক্ষা বিভাগের অধ্যাপক ছিলেন।